E-Digilearn

সোশ্যাল মিডিয়ার পরিচিতি ও ব্যবহার

সহজ পাঠ্য

এই অধ্যায়ের বিষয়সমূহ:
  • সোশ্যাল মিডিয়া
  • ডিজিটাল কৃষিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার:
  • ’ডিজিটাল কৃষিতে’ ব্যবহৃত হয় এমন কিছু সোশ্যাল মিডিয়া
  • ফেসবুক
  • ডিজিটাল কৃষিতে ফেসবুক এর ব্যবহার:
  • স্মার্টফোনে কিভাবে ফেসবুক ইন্সটল করবেন?
  • ফেসবুক পেজ ও গ্রুপ:
  • ফেসবুক মেসেঞ্জার
  • হোয়াটসএ্যাপ
  • ইউটিউব
  • স্মার্টফোনে ইউটিউব ব্যবহার করা

 

অধ্যায়ের উদ্দেশ্য: এই অধ্যায়ে কৃষক ও ভেল্যুচেইন এ্যাক্টদেরকে সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয় এ্যাপসগুলোর সাথে পরিচয় করে দেয়া হবে। এ্যাপসগুলো ডাউনলোড করতে শিখবেন । ডিজিটাল কৃষিতে এগুলো ব্যবহার করে কিভাবে সুফল পাবে তা জানতে ও শিখতে পারবেন।

1. সোশ্যাল মিডিয়া কি

সোশ্যাল মিডিয়া হলো ওয়েবসাইটভিত্তিক এ্যাপসসের একটি সমন্বিত যোগাযোগ এর মাধ্যম। এটা সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অনলাইনে একত্রিত করে। এর মাধ্যমে  মানুষ তাদের পরিবার, বন্ধু-বান্ধব, এবং বিভিন্ন ব্যবসায়ীক গোষ্ঠিগুলোর সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখতে পারে। কৃষক এবং ভেল্যুচেইন এ্যাক্টররাও কৃষি উৎপাদন, গবাদি পশু ও মৎস্য চাষের খামার পরিচালনা ও উৎপাাদিত পণ্য বিক্রয়ের  সুবিধার্থে গ্রাহকদের সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে থাকে। কৃষিখাতে যোগাযোগ এর জন্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এ্যাপস যেমন, ফেসবুক, হোয়াটসএ্যাপ, মেসেঞ্জার এবং ইউটিউব ইত্যাদির ব্যবহার আজকাল বড় ভূমিকা রাখছে।

2. ডিজিটাল কৃষিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার:

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কৃষক ও ভ্যেলুচেইন এ্যাক্টররা পণ্যের ছবিসহ বিস্তারিত গুনাগুন গ্রাহকেদেরকে জানাতে পারেন। যেমন,

  • ফেসবুক এর মাধ্যমে যে কোন সময় ফসলের ছবি, গবাদি পশু পাখির ছবি, মাছের খামারের ছবি ইত্যাদি পোস্ট করে বিজ্ঞাপন আকারে দিতে পারে।
  • ফেসবুক পেজ তৈরি করে পণ্যের সর্ম্পকে প্রচার করতে পারে
  • ফেসবুক গ্রুপের মাধ্যমে নিজেদের মধ্যে কৃষি উৎপাদন কলা-কৌশল এবং সফলতার অভিজ্ঞতার বিনিময় করতে পারে
  • উৎপাদিত পণ্যের ক্রয়-বিক্রয় করতে পারে
  • কৃষি পরামর্শ সেবা বিনিময় করতে পারে
  • ইউটিউব চ্যানেল একটি সোশ্যাল মিডিয়া হিসাবে বহুল পরিচিত। এখানে যে কেউ তার ফসলের এবং খামারের ভিডিও তৈরি করে রাখতে পারেন, যার মাধ্যমে অন্য ব্যবহারকারীগণ উপকৃত হতে পারবেন।

3. ’ডিজিটাল কৃষিতে’ ব্যবহৃত হয় এমন কিছু সোশ্যাল মিডিয়া:

কৃষিক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সাম্প্রতিক সময়ে গতি পেয়েছে। নিচে উল্লিখিত জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে আজকাল কৃষক ও ভেল্যুচেইন এ্যাক্টরদের কাছে কৃষি সম্প্রসারণমূলক পরামর্শ এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য পৌছাঁনো হচ্ছে । যেমন-

  • ফেসবুক
  • ইউটিউব
  • হোয়াটসএ্যাপ
  • মেসেঞ্জার

4. ফেসবুক কি?

সোশ্যাল মিডিয়ার জগতেফেসবুক’ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃতে সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি এমন একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট/এ্যাপ যা বিশ্বের যে কোনও প্রান্তের মানুষকে একটি নেটওর্য়াক এর আওতায় নিয়ে আসে এবং তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়গুলো সকলের সামনে উপস্থাপন করা সহজ করে তোলে। যোগাযোগ, তথ্য বিনিময়, আইডিয়া শেয়ার, ভিডিও, ছবি ইত্যাদি আদান-প্রদানের জন্য ফেসবুক খুবই জনপ্রিয়। অনেক বিশেষজ্ঞ এবং কৃষি সম্প্রসারণ সেবা প্রদানকারীরা এখন ফেসবুকে নিজেদের আলাদা ’পেজ’ তৈরির মাধ্যমে কৃষি বিষয়ক জ্ঞান-দক্ষতা শেয়ার করছেন। অন্যদিকে কৃষক এবং ভেল্যুচেইন এ্যাক্টররাও উৎপাদিত পণ্যের ক্রয়-বিক্রয়ের জন্য ‘ফেসবুক’ ব্যবহার করছেন।